| ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

শেয়ারবাজারে দেশের প্রথম ইসলামি শরিয়াহভিত্তিক বন্ডের লেনদেন শুরু

January 13, 2022
Image
১৩ জানুয়ারি বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ড লেনদেন শুরু করেছে দেশের শেয়ারবাজারে। বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ডের অভিহিত মূল্য ১০০ টাকা। এ সুকুকের মেয়াদ পাঁচ বছর। সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস সুকুকের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে। বেক্সিমকো গ্রুপ সংগৃহীত অর্থ তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডের নির্মাণকাজে বিনিয়োগ করবে।

১৩ জানুয়ারি বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ড লেনদেন শুরু করেছে দেশের শেয়ারবাজারে।

বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ডের অভিহিত মূল্য ১০০ টাকা।

এ সুকুকের মেয়াদ পাঁচ বছর।

সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস সুকুকের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।

বেক্সিমকো গ্রুপ সংগৃহীত অর্থ তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডের নির্মাণকাজে বিনিয়োগ করবে।****

PREVIOS POST
বন্ড মার্কেট জনপ্রিয় হলে তা পুঁজিবাজার চাঙ্গা করতে অবদান রাখবে
NEXT POST
রেমিটেন্স ও আমদানি মূল্যের প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে

Related Posts