| ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

October 3, 2022
Image

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দেশের একজন স্বনামধন্য শিল্পপতি, সমাজসেবী ও রাজনীতিবিদ। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাসে মন্ত্রীপরিষদের একজন সদস্য বা পূর্ণ-মন্ত্রী সম-পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বলাভের পর থেকে তিনি দেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সহায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন।

সালমান এফ রহমান ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নীতিগত নানা সংস্কার বাস্তবায়নে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিশেষ করে, তিনি বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচকে বাংলাদেশের অবস্থান উন্নয়নশীল দেশগুলোর মানদণ্ডে নিয়ে যেতে সরকারের নেয়া উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সালমান এফ রহমান দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশীয় শিল্প উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টিতে মনোনিবেশ করেন। ২০২০ সালে তিনি বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আর্থিক প্রনোদনা, করোনাকালীন সংকটে প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন, দেশের ব্যবসায়ীক সমাজের সাথে সার্বক্ষণিক যোগাযোগসহ, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই বছর তিনি হংকং-এ অনুষ্ঠিত এশিয়ান ফাইনান্সিয়াল ফোরামে যোগ দেন। এই প্ল্যাটফর্মে এশিয়ার বাজারের গতিপ্রকৃতি ও উন্নয়ন নিয়ে আলোচনার জন্য বিশ্বের অর্থনৈতিক ও ব্যাবসায়িক সম্প্রদায় সমবেত হন। সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। একই বছর তিনি কাতারে বাণিজ্য ও বিনিয়োগ প্রদর্শনী মেলা মেড ইন বাংলাদেশ উদ্বোধন করেন। ওই বছরই তিনি জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

করোনা মহামারি সামলে দেশের অর্থনীতিকে বেগবান রাখতে ২০২১ সাল ছিল বাংলাদেশের জন্য বিশেষ চ্যালেঞ্জের বছর। দেশের সার্বিক উন্নয়নে প্রয়োজন ছিল দেশি-বিদেশি বিনিয়োগ। তাই বছরজুড়ে বিনিয়োগ আকর্ষনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিভিন্ন দেশে সফর এবং রোড শো আয়োজন করে বিদেশি বিনিয়োগ আকর্ষন করার উদ্যোগে নেত্বত্বস্থানীয় ভূমিকা পালন করেন। এরই ফলস্বরূপ তার উজবেকিস্তান ও সৌদি আরব সফরে বেশ কিছু ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয় এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ অলোচনা হয়। এর মধ্যে উজবেকিস্তান থেকে সহজ শর্তে পোশাক শিল্পের কাচামাল তুলা আমদানির ব্যবস্থা করা হয়। তাছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আয়োজন করা হয় রোড শো। দুবাইয়ের রোড শো থেকে ৫০ কোটি ডলার এবং যুক্তরাষ্ট্রের রোড শো থেকে ২৫৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব উঠে আসে। বছর শেষে ঢাকায় আয়োজন করা হয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২১। দুইদিনব্যাপী এই সম্মেলন থেকে ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ। এছাড়াও তিনি চতুর্থ বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় অংশগ্রহণ করেন। এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়নে আগ্রহ প্রকাশ করে জাপানের প্রতিষ্ঠান মিতসুবিশি।

২০২২ সালে মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে দু-দেশের মধ্যে বেশকিছু সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রীর এই সফর চলাকালীন সময়ে দুবাইয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিএসইসি ও দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল যৌথভাবে আয়োজন করে ইনভেস্টমেন্ট ফার্স্ট রুট নেটওয়ার্কিং ডিনার। সেখানে বাংলাদেশে বিনিয়োগের রোডম্যাপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ওই নেটওয়ার্কিং ডিনারে সালমান এফ রহমান বাংলাদেশে বিনিয়োগে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

দেশটির ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকের বাংলাদেশে কী ঘটছে তা দেখানোই এ রোড শো আয়োজনের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ১৩ বছরে গড়ে উঠেছে নতুন বাংলাদেশ।”

বাংলাদেশে আরো বেশি সরাসরি বিদেশী বিনিয়োগ (ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট - এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধি দল ২০২২ সালের ডিসেম্বরে বেনেলাক্স ইউনয়নভূক্ত বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ সফর করবে। এই সফরের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা *সালমান এফ রহমান। প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খাতগুলোতে বিনিয়োগ আকর্ষনের পাশাপাশি ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্য ও সেবা প্রসারে কাজ করবে।

PREVIOS POST
ই-কমার্সের মাধ্যমে ব্যবসা করা
NEXT POST
বাংলাদেশের তৈরি পোশাক খাতে নেতৃত্ব দানকারী শীর্ষ তিন টেক্সটাইল প্রতিষ্ঠান

Related Posts