| ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার বিষয়ে সালমান এফ রহমান

December 29, 2020
Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন যদি দেশে একদল দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা হয় তাহলে তারা বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা এনে দেবে। তিনি আশা প্রকাশ করেন আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ আরো বেশি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে পারবে যারা দেশের অর্থনীতিকে এগিয়ে নেবার প্রয়াস পাবে। তিনি মনে করেন অর্থনীতির কিছু কিছু সেক্টরে এখনো বিদেশি কর্মীরা কাজ করে কারণ সেই সব সেক্টরের জন্য দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে ওঠেনি। এর পরিবর্তন দরকার। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন রেডিমেড গার্মেন্টস সেক্টরের কথা। আশির দশক থেকে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টর অর্থনীতিতে বিশাল অবদান রেখে চলেছে এবং বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করেছে কিন্তু এখনো রেডিমেড গার্মেন্টস সেক্টরের কোন কোন পদের জন্য বিদেশ থেকে প্রতিনিয়ত লোক আনতে হয়। এসব প্রতিষ্ঠানের যদি বাংলাদেশীরা কাজ করে তাহলে তা প্রতিষ্ঠানগুলোর জন্যও ভালো হবে, দেশের অর্থনীতির জন্যও ভালো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিকে বিশ্বের অন্যতম সেরা একটি অর্থনীতিতে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেই মুতাবেক তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এটা বাস্তবায়ন করতে হলে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে বলে মনে করেন তার উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমান উল্লেখ করেছেন যে জাপান কিছুদিন আগে বিশ্বের নয়টি দেশ থেকে ৪ লক্ষ কর্মী নিয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে তারা কোন কর্মী নেয়নি। এর কারণ এই, যে নির্মাণ খাতে তারা কর্মী নিয়েছে, সেই নির্মাণ খাতে বাংলাদেশের তেমন কোন দক্ষ জনগোষ্ঠী নেই। যদি থাকতো তাহলে বাংলাদেশ থেকেও অনেকের কর্মসংস্থান হত জাপানে। পরবর্তী সুযোগ হারানো যাবে না।

সালমান এফ রহমান যিনি নিজেও একজন সফল ব্যবসায়ী, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং একজন সংসদ সদস্য, মনে করেন যে প্রধানমন্ত্রীর দেয়া লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কোন বিকল্প নেই। সালমান এফ রহমান উল্লেখ করেছেন বাংলাদেশ এখন অনেকটাই ব্যবসা-বান্ধব দেশ। অনেক কিছু এখন ডিজিটালাইজেশনের আওতায় এসে গেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি ব্যবসা বান্ধব সরকার। এখন যদি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কাজে নজর দেয়া যায় তাহলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি নতুন মাত্রা পাবে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সালমান এফ রহমানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের বৃদ্ধি ও প্রসার নিশ্চিত করেছেন, পাশাপাশি সফল ভাবে বাংলাদেশের ব্যবসা খাতে গতিশীলতা এনেছেন। তার নজরে যেহেতু এসেছে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার বিষয়টি, তাই আশা করা যায় অচিরেই পদক্ষেপ নিয়া হবে। দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠলে দেশের প্রতিষ্ঠানগুলো লাভবান হবে, পাশাপাশি জনগোষ্ঠীর এক অংশ বিদেশে যেয়ে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।

গত দশ বছরে বিভিন্ন উন্নয়ন ইনডেক্সে বাংলাদেশের উন্নতি হয়েছে। দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠলে উন্নতি আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।

PREVIOS POST
করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি; সত্য কি?
NEXT POST
উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক যুদ্ধবিমান যোগ হতে যাচ্ছে

Related Posts