| ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

শেয়ারবাজারের ঘটনার সাথে জড়িত নন সালমান এফ রহমান, তার বিরুদ্ধে মামলা বাতিল করেছে আদালত

January 18, 2020
Image

হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. সেলিম বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান এবং ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা দুইটি মামলা বাতিল করে দিয়েছেন ২০১৫ সালে।

মামলা দুটির নম্বর ছিল ১০৭৬/১৯৯৭ এবং ১০৮০/১৯৯৭। ২০১৭ সালের জানুয়ারি মাসে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে।

মামলাগুলো করা হয়েছিল ১৯৯৬ সালে শেয়ারবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে। সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. সেলিমের বেঞ্চ রায়ে বলেছেন যে অভিযোগগুলো অস্পষ্ট এবং সংজ্ঞায়িত নয়। সাথে সাথে তাদের বিরুদ্ধে প্রাথমিক কোন উপাদানও পাওয়া যায়নি। এখানে উল্লেখ্য যে ফৌজদারি বিচারে যে কোন অভিযোগ অবশ্যই সুনির্দিষ্ট হতে হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে দুইটি মামলা করেছিল, তাতে বিবাদী ছিলেন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর হোল্ডিংস, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সোহেল এফ রহমান ও সালমান এফ রহমান এবং ডি, এইচ, খান। হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সালমান এফ রহমান সংবাদ মাধ্যমকে বলেন - এত দিন ধরে বলে এসেছি যে মামলাগুলোর কোনো ভিত্তি নেই। আদালতের রায়ে তা এখন প্রমাণ হয়েছে।

সালমান এফ রহমান ও সোহেল এফ রহমানের বিরুদ্ধে এ সব মামলা বাস্তবিক ঘটনার ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে করা হয়েছিল। সালমান এফ রহমান ও সোহেল এফ রহমান দুজনেই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সনামধন্য বেক্সিমকো গ্রুপের কর্ণধার। তিনি শেয়ারবাজারের কেউ নন। তার মালিকানাধীন কিছু কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে নিবন্ধিত শুধুমাত্র।

PREVIOS POST
নারী উন্নয়নে উন্নতি
NEXT POST
গুনীজন – ফজলে হাসান আবেদ

Related Posts