| ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

গণসংগীত শিল্পী ফকির আলমগীর

July 25, 2021
Image
ফকির আলমগীরের গণমানুষের শিল্পী হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল যে গানের চরিত্রের, তার নাম সখিনা। ‘ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে’ গানটি প্রচারের পর দর্শকদের মাঝে সাড়া পড়ে যায়। গানটি লিখেছিলেন আলতাফ আলী। সুর করেছিলেন ফকির আলমগীর নিজে।

গণসংগীত শিল্পী ফকির আলমগীর মারা গেছেন। চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন একুশে পদকপ্রাপ্ত এই একাত্তরের কণ্ঠযোদ্ধা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

‘ও সখিনা’ও ‘মায়ের একধার দুধের নাম’সহ ফকির আলমগীরের গানগুলো বেচে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। ফেরদৌস ওয়াহিদ বলেন, “গণসংগীত বলতে যেটা বোঝায়, সেই জায়গায় তেমন কেউ কাজ করেনি, কিন্তু ও করেছে। ওর মৃত্যুতে গণসংগীতের জায়গাটা শূন্য হয়ে গেল।”

‘ও সখিনা’১৯৮২ সালে বিটিভিতে ঈদের আনন্দমেলায় প্রচার হয়। দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে সেই গান। ফকির আলমগীর হয়ে উঠেন সারা বাংলাদেশের শিল্পী।

ফকির আলমগীরের গণমানুষের শিল্পী হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল যে গানের চরিত্রের, তার নাম সখিনা। ‘ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে’ গানটি প্রচারের পর দর্শকদের মাঝে সাড়া পড়ে যায়। গানটি লিখেছিলেন আলতাফ আলী। সুর করেছিলেন ফকির আলমগীর নিজে।

শ্রেণী সংগ্রামের একটা দলিল হয়ে থাকবে এই গান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, “এ দেশের সংগীতাঙ্গনে, বিশেষ করে গণসংগীতকে জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।” রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “ফকির আলমগীরের মৃত্যুতে দেশের সঙ্গীত অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা কখনো পূরণ হওয়ার নয়। তার গান তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেমের নবজাগরণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

খিলগাঁও মাটির মসজিদে তার জানাজা হয়। পরে তাকে খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়।

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য ছিলেন তিনি। পরে শামিল হন ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।

স্বাধীনতার পর অব্যাহত রাখেন সঙ্গীত নিয়ে কাজ।

পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুর ও কথার মেলবন্ধন ঘটান ফকির আলমগীর।

বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।

PREVIOS POST
বাংলাদেশের গণমাধ্যম
NEXT POST
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমানের জানা অজানা

Related Posts